Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: রবিবার টেট, কোন কোন নিয়ম মানতেই হবে? জানুন বিস্তারিত

Primary TET: রবিবার টেট, কোন কোন নিয়ম মানতেই হবে? জানুন বিস্তারিত 

Girls, Exam


আগামী ২৪ শে ডিসেম্বর রবিবার রাজ্যে প্রাথমিক টেট (Primary TET)। গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থী অনেকটাই কম। তবে গত বছর যে সকল ফাঁকফোকর ছিল সব শুধরে নিয়ে হতে চলেছে এবছরের টেট। থাকছে বায়োমেট্রিক। প্রশ্নফাস, ভুয়ো পরীক্ষার্থী, প্রতারণা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে বোর্ড এমনটাই খবর। টেটের (Primary TET) আগে জেনে নিন কি নিয়ম রয়েছে প্রাথমিক টেট (primary TET)-

প্রাথমিক টেট (primary tet) পরীক্ষায় মানতে হবে যেসব নিয়ম

1) দুপুর ১২টায় শুরু পরীক্ষা আর শেষ ২টায়। পরীক্ষা শুরুর ২ ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।

2) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড, বৈধ পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

3) বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র এবং যিনি লিখবেন তার নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

4) পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ জিনিসপত্র বাইরে রাখতে হবে। আর সেইসব জিনিসপত্রের কিছু হলে কোনভাবেই দায়ী থাকবে না পরীক্ষা কেন্দ্র।

5) প্রত্যেক প্রার্থীকে কালো বল পেন নিয়ে যেতে হবে। পাশাপাশি দুই কপি অ্যাডমিট কার্ড এবং একটি অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে যেতে হবে।

6) প্রত্যেক ছাত্র ছাত্রীকে নির্দিষ্ট স্থানে বসে পরীক্ষা দিতে হবে, অন্যথায় পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

7) পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

8) স্টেশনারি আইটেম যেমন- কাগজের বিট, জ্যামিতি/পেন্সিল বক্স, প্লাস্টিকের থলি, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লগ টেবিল, ইলেকট্রনিক পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, জলের বোতল ইত্যাদি, যোগাযোগের যন্ত্র যেমন- মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড, ঘড়ি/কব্জি ঘড়ি, ক্যামেরা, মানিব্যাগ, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার অলঙ্কার ইত্যাদি নিয়ে পরীক্ষা সেন্টার প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।

9) পরীক্ষা হলে কোনো রকম নেশা জাতীয় জিনিস কিংবা ধূমপান ও কোনো রকম খাদ্য নিয়ে যাওয়া যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code