বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠনের পাশাপাশি প্রাক্তন সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার এ্যাসোসিয়েশনের
মুর্শিদাবাদ সাগ্নিক হোটেলে আজ বিকাল সাড়ে চারটায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার এ্যাসোসিয়েশনের। এদিন সভার প্রথমেই সংগঠনের প্রাক্তন সভাপতি শ্রী রথীন্দ্রনাথ রায় এবং কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল আলমের আকস্মিক পরলোক গমনে শোক প্রকাশ করা হয়।
এদিন দুই সংগঠনের দুই উল্লেখযোগ্য সদস্যের শোকে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। এদিন সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সম্পাদক আমিনুর রহমান সরকার, এই সভায় সংগঠনের সাধারণ সদস্য 42 জন উপস্থিত ছিলেন। সর্বসম্মতি ক্রমে কার্যকরী কমিটিও নির্বাচন করা হয়।
এদিন সভায় ৫০ জনের মধ্যে বিয়াল্লিশ জন প্রাক্তন সদস্য উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন সহযোগী সংগঠনের বন্ধুরা। পুর্বতন কমিটি সভাপতি ও সম্পাদক অপরিবর্তিত রেখে ১৫ জনের কমিটি করে সভার কাজ শেষ হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊