সম্পন্ন হল দান সামগ্রী সহ ১২১ জোড়া পাত্র-পাত্রীর বিবাহ
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীমাতা গন বিবাহ কমিটির উদ্যোগে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সহ মোট ১২১ জোড়া পাত্র পাত্রীর বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ১০ম বর্ষের এই গন বিবাহ উপলক্ষে দান সামগ্ৰী হিসেবে পাত্র পাত্রী দের দেওয়া হলো খাট, আলমারি, সাইকেল, টিভি, হাত ঘড়ি, সোনার আংটি, নাকছাবি, শেলাই ম্যাসিন, এক মাসের খাদ্যসামগ্ৰী হিসেবে চাল,ডাল, তেল, নুন সহ,শাড়ি কাপর ও ১লক্ষ টাকার এল আই সি।
শুধু তাই নয় বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সকালে করা হয় পাত্র পাত্রীর অধিবাস।১২১ জোড়া পাত্র পাত্রীর পিতা মাতার ভূমিকা পালন করেন বিধায়ক খোকন দাস ও তার স্ত্রী বর্ধমান পৌরসভার ভায়েস চেয়ারম্যান মৌসুমী দাস।পাত্র পাত্রীর বরযাত্রী কন্যাযাত্রী হিসেবে উপস্থিত থাকেন পাত্র পাত্রীর পরিবারের লোকজন।বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নানা ধরনের বাজনা সহকারে টোটোকরে র্যালির মাধ্যমে পাত্রদের নিয়ে আসাহয় টাউন হল থেকে পাত্রীদের নিয়ে আসা হয় রথতলা কাঞ্চন কণ্যা থেকে।
এদিনের গন বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,চন্দ্রনাথ সিনহা, শোভনদেব চট্টপাধ্যায়,অন্যান্যরা। এদিন বিধায়ক খোকন দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপেরনায় এই দশম বর্ষ গন বিবাহ অনুষ্ঠান।পশ্চিম বাংলা , রাজস্থান, দিল্লী, ঝাড়খন্ড সহ মোট ১২১ জন পাত্র পাত্রী আছে।এদের মধ্যে ২জন ক্রিশ্চান,১৪ জন মুসলিম, এবং ১০৫ জন হিন্দু সম্প্রদায়ের পাত্র পাত্রী আছে।গন বিবাহ উপলক্ষে প্রায় ১০ হাজার লোকের আহারের বৃবস্থা করা হয়েছে বলে জানান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীমাতা গন বিবাহ কমিটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊