WB ICDS Recruitment : অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ, দেখুন বিজ্ঞপ্তি

lady workers , sangbad ekalavya logo,



রাজ্যের মহিলা চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে।

আপাতত পশ্চিমবঙ্গের তিনটি জেলায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করার খবর পাওয়া গেছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবার আগে বেশ কিছু বিষয় জেনে নিন।

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

WB ICDS Recruitment

অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৭৬ জন কর্মী নিয়োগ করা হবে। দার্জিলিং জেলায় ২৫, পশ্চিম বর্ধমান জেলায় – ২১, কালিম্পং জেলায় – ৩০ টি শূন্যপদ রয়েছে।

WB ICDS Recruitment Age

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনির্ব ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের উর্ধ্বসীমায় সংরক্ষিত প্রার্থীদের ছাড় আছে।

WB ICDS Recruitment Process

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে। ১০ নম্বরের ইন্টারভিউ ও ৯০ নাম্বারের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

অফলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদনের ফর্মটি প্রিন্ট করে পূরন করে জমা করতে হবে।

দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলাতে ৬ ডিসেম্বর ,২০২৩ এবং কালিম্পং জেলাতে ৮ ডিসেম্বর,২০২৩ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত আবেদনের শেষ সময়।

আবেদন করবার আগে বিস্তারিত জানতে অফিশিয়াল সাইটে ভিজিট করুন-

দার্জিলিং জেলার অফিশিয়াল বিজ্ঞপ্তি  

পশ্চিম বর্ধমান জেলার অফিশিয়ালবিজ্ঞপ্তি 

কালিম্পং  জেলার অফিশিয়ালবিজ্ঞপ্তি