অকালে ঝড়ে গেল তরতাজা একটা প্রাণ, শোকের ছায়া এলাকাজুড়ে
মালদা:-
অকাল মৃত্যু তরতাজা যুবকের। বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক অসহায় যুবকের। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুরে। জানা গেছে, মৃতের নাম ঈদুল মোমিন (২৫)।
গত বুধবার সকালে স্থানীয় ধরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। তার সাথে সাইকেলে আরো একজন ছিল সেও আহত হয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি। মৃত ঈদুল মোমিন দিন মজুরের কাজ করে কোনো রকম সংসার চালাতো। তার ৫ ছেলে নাবালক। তারা এখন একেবারেই অসহায়। কি করে চলবে সংসার চিন্তার ভাঁজ পরেছে কপালে। আকাশ ভেঙে পড়েছে সেই অসহায় পরিবারের অপর। তরতাজা যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে গোটা এলাকায়।
জানা গেছে, খুব দ্রুত গতিতে ধরমপুর স্ট্যান্ড এর দিক থেকে আসছিল বাইক আর ঈদুল মোমিন আসছিলেন সাইকেলে শ্যামপুর এলাকায় ঘটনাটি ঘটে। সজোরে বাইকটি ধাক্কা মরে ঈদুল মোমিনের সাইকেলে। সঙ্গে সঙ্গে সাইকেল ছিটকে পড়ে অন্য দিকে ঈদুল মোমিনের সঙ্গী সেও গুরুতর জখম হয়। ঘটনাটি দেখে তড়িঘড়ি ছুটে যান স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে আশঙ্কা জনক থাকায় তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
এদিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঈদুল মোমিনকে কলকাতা রেফার করেন কর্তব্যরত সেখানেই তার মৃত্যু হয়। এখন অসহায় পরিবার নিরাশ হয়ে দেহ আসার অপেক্ষায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊