Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBCHSE: উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি বোর্ডের

WBCHSE: উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি বোর্ডের


SEP
File Picture 


উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হলে একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাও আবার বিনা জরিমানায়। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনোরূপ জরিমানা ছাড়াই একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের ২রা নভেম্বর মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময়সীমা বাড়ানো হয়েছে‌। এই সময়ের মধ্যেই অনলাইন আবেদন করা যাবে এবং সমস্ত রকম পেমেন্ট এই সময়ের মধ্যেই করতে হবে‌। এই সময়ের পরে জরিমানা দিতে হবে।



এদিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারলে, ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে জরিমানা দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে সংসদ।



এবছর রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। আর তাই ইতিমধ্যে আধারকার্ড আপডেট শুরু হয়ে গিয়েছে। গত ১৬ অগস্ট থেকে উচ্চমাধ্যমিকের পোর্টালে শুরু হয়েছিল আধার আপেডট করার প্রক্রিয়া। সেই প্রক্রিয়া চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code