অবাক জলপান! ভালোবাসার ঘনত্ব বোঝাতে অবাক কাণ্ড ঘটালো যুগল

Love


প্রেম-ভালোবাসা। আজকাল এরই যুগ বলে মানেন অনেকে‌ই। খোলামেলা পরিবেশে দুই যুগলের অতি-নৈকট্য লক্ষ্য করা যায় আজকাল। প্রেমের নাকি বয়স হয় না। এমনটাও শোনা যায় আর তার উজ্জ্বল ছবিও ধরা পড়ে। আবার কালীদাস থেকে মির্জা গালিব, শ্রীকৃষ্ণকীর্তন থেকে রবীন্দ্রনাথ প্রাচাত্য সাহিত্যেও ভালোবাসার জয়গান গাওয়া হয়েছে। যাই হোক সম্প্রতি এক ভিডিও প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেই ছিঃ ছিঃ রব উঠছে।



ঘটনাটি ঘটিয়েছে নয়ডার দুই যুগল। ভালোবাসার ঘনত্ব বোঝাতে, ভালোবাসার মানুষকে পেতে ঝগড়া, মারপিট, পরীক্ষা পাশ, চাকরি পাওয়া থেকে ধনী হওয়া অনেককিছুই আমরা সিনেমায় দেখি। কিন্তুর নয়ডার যুগলের ভালোবাসার ঘনত্ব বোঝানোর কৌশল সত্যিই খুব বিচিত্র। ভালোবাসার ঘনত্ব বোঝাতে প্রেমিকার মুখের জল পান করলেন প্রেমিক। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যুগলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন অনেকেই।



ভিডিওতে দেখা যায়, এক পার্কে চেনা ছন্দে প্রেমিকাকে আংটি পড়িয়ে দিলেন প্রেমিক। আর এরপর, একটি জলের বোতল থেকে মুখে খানিক জল নিয়ে সেই জল প্রেমিকের মুখে ঢেলে দেন তরুণী আর একই কাজ করলেন প্রেমিক। আর এই দৃশ্যই নোংরা কাজ, ঘেন্নার কাজ বলে অভিহিত করেছে নেট নাগরিকরা। শুরু হয় চরম বিতর্ক। নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়। জনবহুল স্থানে এই ধরনের কাজ ভীষন লজ্জার বলেই একমত সকলেই।




বিতর্ক বাড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ। নয়ডার ডিসিপি জানান, ভিডিওটি পুলিশের চোখে পড়েছে। অভিযুক্ত যুগলকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।