Virat Kohli: ইডেনে জন্মদিনে বিশেষ কীর্তি, শচীনকে ছুঁলেন কোহলি
নিজের ৩৫ জন্মদিনে বাংলা ক্রিকেট থেকে বড় উপহার পেলেন কোহলি। আজ বিশ্বকাপের মঞ্চে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা । আর সেই ম্যাচেই বিশেষ কীর্তি গড়েন ফেললেন বিরাট কোহলি। (Virat Kohli 49th Century)
নিজের ৪৯ তম শতরান (Virat Kohli 49th Century) হাঁকিয়ে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ওডিআই ফরম্যাটে করা সেঞ্চুরি সংখ্যা সমান করে ফেললেন বিরাট। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২০ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট। আর তারপরেই ইডেন গার্ডেন জুড়ে কিং কোহলি শতরানের উদযাপনে মাতেন দর্শকরা।
ওয়ানডেতে সর্বোচ্চ ১০০ সেঞ্চুরি
49 বিরাট কোহলি (277 ইনিংস) (Virat Kohli 49th Century)
49 শচীন টেন্ডুলকার (452)
31 রোহিত শর্মা (251)
30 রিকি পন্টিং (365)
28 সনাথ জয়সুরিয়া (433)
এদিকে, শচীন কোনও এক বছরে মোট ৭বার ১০০০ রান করেছিলেন। ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ ও ২০০৭ সালে এই কীর্তি গড়েছিলেন। বিরাট এবার সেই রেকর্ডেও নিজের নাম লিখিয়ে নেন। এই নিয়ে আটবার কোনও এক বছরে ৮বার ১০০০ রান করার নজির গড়েছিলেন তিনি। ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে এই কীর্তি গড়ে শচীনকে টপকে যান বিরাট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊