৩৫ তম জন্মদিনে বিরাটকে বড় উপহার বাংলা ক্রিকেট বোর্ডের
নিজের ৩৫ জন্মদিনে বাংলা ক্রিকেট থেকে বড় উপহার পেলেন কোহলি। আজ বিশ্বকাপের মঞ্চে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা । আবার এদিকেই আজকেই ৩৫ তম জন্মদিন কিং কোহলির। আর জন্মদিন উপলক্ষে সিএবি এর তরফে বিশেষ ব্যাট উপহার দেওয়া হল বিরাটকে।
কোহলির জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket association of Bengal) তরফে কোহলিকে বিশেষ উপহার দেওয়া হচ্ছে। বাংলার ক্রিকেট বোর্ড কোহলিকে সোনার ব্যাট উপহার দিতে চলেছে। বিরাটকে সিএবির তরফে উপহার দেওয়া ব্যাটে লেখা, 'আপনি প্রমাণ করে দিয়েছেন যে বয়স একটা সংখ্যা মাত্র এবং আপনি কঠোর পরিশ্রম, দায়বদ্ধতার এক জলজ্যান্ত উদাহরণ।'
জানা যাচ্ছে, সিএবি কর্তারা কোহলির জন্মদিন পালনের বিরাট পরিকল্পনা করেছিলেন। বিরাটের মুখোশ, গ্যালারিতে কেক বিতরণ - আইসিসি ও বোর্ডের আপত্তিতে সবই বাতিল হয়েছে। শেষমেষ বিশেষ ব্যাট উপহার কোহলিকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊