Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহানের উপর শুরু হল দুই দিনের কর্মশালা

বিহানের উপর শুরু হল দুই দিনের কর্মশালা

Workshop


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

আজ ৩০ ডিসেম্বর ২০২৩ থেকে দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয় এবং এস এস কে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শুরু হল দুই দিবসীয় কর্মশালা।



শিশুর শিক্ষার মূল উদ্দেশ্য শুধু তার পুথিগত শিক্ষা নয়। তার সর্বাঙ্গীণ বিকাশ সাধনই হল শিক্ষার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য পৌঁছতে শিক্ষার মানোন্নয়ননে বিভিন্ন কর্মসূচি সরকারি ভাবে প্রায়শই লক্ষ যায় আজ । কোচবিহার জেলার দিনহাটা মহকুমার তিন নং চক্র সম্পদ কেন্দ্রের প্রায় আশিটি বিদ্যালয়ের ১ জন করে শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশ নেন।আজ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল ঘরে কর্মশালা শুরু হয়।



মূলত প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পঠন কৌশলের উপর ছিল আজকের এই কর্মশালা। প্রাক প্রাথমিক স্তরে "বিহান" পাঠ্যপুস্তকের উপর ছিল এই প্রশিক্ষণ কর্মসূচি।



এ বিষয়ে কে আর পি গৌরাঙ্গ সরকার জানান " ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৪ দিন দুটি ভাগে প্রত্যেক বিদ্যালয়ের দুজন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই কর্মশালা চলবে। এধরনের কর্মশালা শিক্ষকদের পাঠদানে যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি"



এ বিষয়ে শিক্ষক নেতা বাপ্পাদিত্য রায় জানান " প্রাথমিক শিক্ষার উপর মোট ২ দিন করে ৪ দিনের কর্মশালা দিনহাটা ৩ নং চক্রের সমস্ত প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শুরু হয়েছে । এই কর্মশালার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানের বিভিন্ন পন্থা উদ্ভাবন করতে শিখবে, পাশাপাশি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক স্তরের শিশুদের আনন্দ ঘন পরিবেশে বাস্তব মূখী শিক্ষার সঙ্গে তাদের পরিচিতি ঘটবে। "



আজকের এই কর্মশালায় উপস্হিত ছিলেন দিনহাটা ৩ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দিবাকর দেবনাথ, শিক্ষক গৌরাঙ্গ সরকার, শুভেন্দু চক্রবর্তী, মজিদ শেখ, শুভঙ্কর সোনার, সৌরভ সাহা ,পিউ বিশ্বাস সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা গন।


See Video News: click here.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code