এই মুহূর্তের বড় খবর-দফায় দফায় কোচবিহারে সিবিআই হানা
এই মুহূর্তের বড় খবর । বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় কোচবিহারে সিবিআই হানাকে কেন্দ্র করে উত্তাল কোচবিহার।
মূলত নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে এই সিবিআই হানা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহার 2 নাম্বার ব্লকের এক টিচার্স ট্রেনিং কলেজের মালিক সজল সরকারের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এরপর তারই পরিচালনায় থাকা একটি শিক্ষক ট্রেনিং স্কুলেও জিজ্ঞাসাবাদ এর জন্য পৌঁছেছে দল।
ইতিমধ্যেই সূত্রের মাধ্যমে জানা গেছে চারজন সিবিআই আধিকারিক বিশিষ্ট এই দলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
আজ সারাদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হবে বলে সূত্রের খবর।
বিস্তারিত আসছে...
0 মন্তব্যসমূহ
thanks