Good News: সুখবর! বাড়লো টেটে আবেদনের সময়সীমা
বাড়লো টেটে আবেদনের সময়সীমা। সেন্ট্রাল টেটের আবেদন গ্রহন শুরু হয়েছে গত ৩রা নভেম্বর ২০২৩ থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৭শে নভেম্বর ২০২৩ পর্যন্ত করা যাবে আবেদন। কিন্তু ডেডলাইন পেরোনোর পর নতুন করে সময়সীমা বাড়ালো Information : Central Board of Secondary Education (CBSE)। জানা যাচ্ছে ১লা ডিসেম্বর পর্যন্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
৩রা নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলে ২৭শে নভেম্বর পর্যন্ত। এবার সময়সীমা বাড়িয়ে করা হল ১লা ডিসেম্বর। ২০২৪-এর ২১শে জানুয়ারি দুই শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। ইচ্ছুক পরীক্ষার্থীরা CTET রেজিস্ট্রেশন করে নিতে পারেন এখনই। ctet.nic.in - ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাচ্ছে।
আবেদন প্রক্রিয়া
১. CTET-এর সরকারি ওয়েবসাইট ctet.nic.in.- এ যান।
২. "Apply for CTET Jan 2024"- লিঙ্কে যান ও ক্লিক করুন।
৩. আপনি যদি নতুন প্রার্থী হন, "New Registration" বিকল্পটি বাছুন ও রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করুন।
৪. রেজিস্ট্রেশন সফল হলে, লগ ইনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে CTET আবেদন পত্র পূরণ শুরু করুন। প্রয়োজনীয় তথ্য, যেমন আপনার নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যাদি, শিক্ষাগত যোগ্যতা, ভাষা বিকল্প, পরীক্ষাকেন্দ্রের বিকল্প ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করুন।
৫. নির্দেশিকা মেনে আপনার ফটো ও সইয়ের স্ক্যানড কপি আপলোড করুন।
৬. আবেদন পত্র পূরণ হলে ফি পে করুন।
৭. পেমেন্ট সম্পূর্ণ হলে, আবেদন পত্রটির কপি প্রিন্ট করে নিন আপনার পেমেন্ট রেকর্ডও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊