Mamata Banerjee: ফের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee



ডিসেম্বরের শুরুতেই ফের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে বেশ কিছুদিন উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। রয়েছে একাধিক প্রশাসনিক সভা এমনটাই সূত্রের খবর। নবান্ন (Nabanna) সূত্রের খবর, আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



জানা যাচ্ছে ৬ই ডিসেম্বর একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ৮ ডিসেম্বরই পাহাড়ে দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ের নাগরিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি চলে যাবেন ডুয়ার্সে। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন মমতা।



ধূপগুড়িতে উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়িতেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ১১ই ডিসেম্বর ধূপগুড়িতে আসার কথা বলেই খবর। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা শাসক থেকে অন্যান্য উচ্চ আধিকারিকরা বেশ কয়েকটি মাঠ পরিদর্শন করেন।



উত্তরবঙ্গের ব্যবসায়ীদের সঙ্গে আলাদা করে বৈঠকও করার কথা মমতার। কলকাতার শিল্প সম্মেলনের অনুকরণেই এই বৈঠক হওয়ার কথা বলে খবর। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসকদের নিয়ে নবান্নে বৈঠকও করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উত্তরবঙ্গে আইটি হাব গড়ার পরিকল্পনায় এই বৈঠক বলে সূত্রের দাবি।