সুন্দরবনের ঝড়খালিতে নদী ভাঙনের ফলে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক দোকান ঘর
ঝড়খালি:
সুন্দরবনের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল বাসন্তী ব্লকের ঝড়খালি। হেড়োভাঙা নদীর লাগোয়া ঝড়খালি পর্যটনকেন্দ্রে শীতের মরশুমে পর্যটকদের ভিড় লেগে থাকে। প্রাকৃতিক রোষের মুখে পড়ল পর্যটন কেন্দ্র লাগুয়া ব্যবসায়ীরা। নদী ভাঙনের ফলে রাতের ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ঝড়খালি। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায় , গত কয়েক দিন থেকে ঝড়খালি জেটিঘাট সংলগ্ন মাতলা নদী পাড় আচমকায় ধস নামে। ধসের জেরে নদীগর্ভে তলিয়ে যায় একটি ব্যবসায়ী ইউনিয়ন অফিস ও একটি দোকান ঘর এর পাশাপাশি বেশ কয়েকটি গাছ নদী গর্ভে তলিয়ে যায়।
এরপর গতকাল গভীর রাত্রে নদী ভাঙনের জেরে ঝড়খালি জেটিঘাটের রাস্তাটি বেশ কিছু অংশ তলিয়ে যায় এবং তলিয়ে যায় ঝড়খালি ইকো ট্যুরিজম গেট।
যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।
আর শীতের শুরুতে এভাবে ভাঙ্গন দেখা দেওয়ায় ক্ষতির মুখে পড়েছে ঝড়খালির পর্যটন ব্যবসায়ীরা। প্রশাসনের তরফ থেকে চলছে ভাঙ্গন রোধের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে প্রশাসনের আধিকারিকরা।
প্রশাসনের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ঝড়খালি জেটিঘাট সংলগ্ন ছোট ছোট দোকানদারদের। সকাল থেকে দোকান সরিয়ে নেওয়ার কাজ করছে ব্যবসায়ীরা। স্থানীয় এক ব্যবসায়ী শুলি হালদার জানান, শীতের মরশুম শুরু হতে ঝড়খালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা একটু বেড়েছে তার মধ্যে এই বিপর্যয়। নদী ভাঙ্গনের জেরে দোকানঘর ভেঙ্গে গিয়েছে। কি খাব কিভাবে সংসার চালাবো বুঝে উঠতে পারছি না। সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। অসহায় হয়ে পড়েছি আমরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊