Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালীঘাটের কালী মা

কালীঘাটের কালী মা

Kali puja


ঐশী রায়, কলকাতা, ১০ই নভেম্বর ২০২৩ঃ

কালীঘাটের কালী মাকে দর্শন করতে দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসে থাকেন সারাবছর। বিশেষ করে কালীপুজোর সময় সেই দর্শনার্থীদের আগমন আরো বেড়ে যায়। সামনেই কালীপুজো, কালীঘাটে কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে।


কালীঘাট কালীমন্দিরের কষ্টিপাথরের কালীমূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। মায়ের রয়েছে সোনার তৈরি লম্বা জিভ তৈরি করে দিয়েছিলেন পাইক পাড়ার রাজা ইন্দ্র চন্দ্র সিংহ এবং রুপোর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুল চন্দ্ৰ ঘোষাল। পরবর্তীতে সোনার করে দিয়েছিলেন কালী চরণ মল্লিক। ১০৮ সোনার মুন্ড মালা দান করেছিলেন ১৭৬৫ সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথার উপরের সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর। আরও কয়েকটি সোনার ও রূপার ছাতা রয়েছে।



এছাড়াও চারহাতের চারগাছি সুবর্ণ কঙ্কণ চড়কডাঙা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন। মায়ের পদতলে রয়েছে ১ মন ওজনের রূপোর শিব। পেছনে ২৫ কেজি রুপার তৈরি নকশা করা চালচিত্র। উপরে বাম হাতে রয়েছে ২ কেজি ওজনের সোনার খড়্গ। নিচের বাম হাতে রয়েছে ১টি সোনার মুন্ড। ডান দিকের২ হাতে বর ও অভয় মুদ্রা। এইরূপ বহু স্বর্ণালংকার বহু ধনাঢ্য লোকের দ্বারা প্রদানকৃত। ১টি সিন্দুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। যা কারোর সামনে বের করা হয় না। আর এটি ব্রহ্মবেদীর নিচে অবস্থিত রয়েছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code