Ravi Bishnoi: স্পিনের জাদুকর... বল নিয়ে আবার জাদু দেখালেন রবি বিষ্ণোই

Ravi Bishnoi



Ravi Bishnoi , India vs Australia 3rd T20: গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় T20 ম্যাচে (IND vs AUS 3rd T20) টিম ইন্ডিয়ার তরুণ স্পিনার রবি বিষ্ণোই আবারও তার স্পিনের জাদু দেখালেন। জশ ইঙ্গলিসকে দুর্দান্ত বল করে বোল্ড করলেন, যার ভিডিও ভাইরাল হচ্ছে। ইঙ্গলিস তাকিয়ে থাকলেন আর রবির ম্যাজিক বল তার উইকেট কেড়ে নিলো।

মঙ্গলবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। 24 রানে ভারতের 2 উইকেট পড়ে যায়, তারপর ঋতুরাজ গায়কওয়াদ (অপরাজিত 123) সেঞ্চুরি করে ইনিংসের গতিপথ বদলে দেন। ভারত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 222 রান করে। ওপেনার ঋতুরাজ ৫৭ বলে ১৩ চার ও ৭ ছক্কায় ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। অধিনায়ক সূর্যকুমার ৩৯ রান করেন এবং তিলক ভার্মা ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

223 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 68 রানে 3 উইকেট হারিয়েছে। ইনিংসের ৭ম ওভারে রবি বিষ্ণয়ের হাতে বল তুলে দেন সূর্যকুমার। ওভারের দ্বিতীয় বলে জোশ ইঙ্গলিসকে (১০) বোল্ড করেন বিষ্ণোই। ইঙ্গলিস এই বল বুঝতে না পেরে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর বিষ্ণোই টিম ডেভিডকে (০) সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।