ব্যর্থ রুতুর সেঞ্চুরি, ম্যাক্সের সেঞ্চুরিতে ভর করে ভারতকে হারিয়ে সিরিজ়ে টিকে থাকল অস্ট্রেলিয়া
অপরাজিত ১০৪ রানের সুবাদেই পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজ়ে টিকে থাকল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে প্রথম ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। গত ম্যাচ থেকে ভারতীয় একাদশে এক বদল করা হয়েছে। মুকেশ কুমারের বদলে আবেশ খান একাদশে সুযোগ দেওয়া হয়। অস্ট্রেলিয়ান দলে করা হয়েছে তিন বদল। শর্ট, অ্যাবোট আর জাম্পার বদলে ট্র্যাভিস হেড, বেরেনডর্ফ ও কেন রিচার্ডসন দলে সুযোগ দেওয়া হয়।
প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২২ রান তোলে ভারত। রুতুরাজের অপরাজিত ১২৩ রানের ওপর ভর করে এই রান তোলে ভারত। শুরুতেই ৬ রান করে ফেরেন যশ। সূর্য ৩৯, তিলক ৩১ করেন। এদিন খাতাই খুলতে পারলেন না ঈশান। শেষ মেশ অস্ট্রেলিয়াকে ২২৩ রানের টার্গেট দেয় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে হেড ১৫, অ্যারন ১৬, ইংলিশ ১০ করলেও ম্যাক্সওয়েলের ১০৪ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে লক্ষ্যে পৌঁছে দেয়। স্টোনিশ ১৭ ও ওয়েড করে ২৮। ডেভিড শূন্য রানে ফেরেন। অক্ষর পটেলের ১৯তম ওভার থেকে উঠল ২২ রান। অজ়িদের ম্যাচ জিততে শেষ ওভারে প্রয়োজন আর ২১ রান। শেষ ওভারে শেষ চার বলে প্রসিধকে ৬-৪-৪-৪ হাঁকান ম্যাক্সি। ওভারের প্রথম বলে ওয়েড একটি চার মেরেছিলেন। শেষ চার বলে ১৮ রান করে ম্যাক্সি যেমন নিজের সেঞ্চুরি পূরণ করেন, তেমনই দলকেও জেতান।
গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে সিরিজে ভারত এখনও ২-১ এগিয়ে। আরও ২টি ম্যাচ বাকি। গুয়াহাটিতে ভারতকে হারিয়ে কিন্তু সূর্যকুমারদের চাপে ফেলে দিল অস্ট্রেলিয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊