রাম মন্দির উদ্বোধনের খুশিতে বর্ণাঢ্য পদযাত্রা আটকে দিলো পুলিশ, আটক একাধিক শোভাযাত্রী

people crowed



সনাতনী সেনার পক্ষ থেকে, সনাতনীদের ৫০০ বছরের স্বপ্নপূরণ বর্ণোজ্জ্বল রাম মন্দির উদ্বোধনের খুশিতে বর্ণাঢ্য পদযাত্রা। এই পদযাত্রাটি আসানসোল আশ্রম মোড় থেকে শুরু হয়ে আসানসোল পৌরনিগম পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ এই পদযাত্রাটি শুরু হওয়ার সাথেই আটকে দেয়। শুরুতেই পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পুলিশের ব্যারিকেড ধাক্কা মেরে ফেলে দেয় শোভাযাত্রীরা। আটক করা হয় আসানসোলের বিরোধী কাউন্সিলার চৈতালি তেওয়ারি ও আসানসোল পৌরনিগমের ১০৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রানী আচার্য্য সহ মোট তিনজন বিজেপি কাউন্সিলারকে। পুলিশ আসানসোল দক্ষিণ থানায় আটক করে নিয়ে যায়।

এবিষয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন, সনাতনী সেনা নামে একটি সংগঠন আজ একটি শোভাযাত্রা বের করেছিল। আমাদেরকে আমন্ত্রণ করেছিল আমরা এসেছি। কয়েক হাজার মানুষ এসেছে। কিন্তু পুলিশ ব্যারিকেড লাগিয়ে দিয়েছে যে এই শোভাযাত্রা করা যাবে না। এমনটা আগে বাংলায় হয়নি আসানসোলে হয়নি। একটা শোভাযাত্রাকে আটকিয়ে দেবে এটা আগে হয়নি। তৃণমূল কংগ্রেস চাইছে না, তাই পুলিশ আটকিয়ে দিচ্ছে। আমাদেরকে পশ্চিমবঙ্গের রাস্তায় হাঁটতে দেওয়া হবে না..? কোন ১৪৪ ধারা নেই কোন কিছু নেই তা সত্বেও।

চৈতালি তেওয়ারি বলেন পুলিশ তো আইনের রক্ষক হয়ে থাকতে পারছে না আইনের ভক্ষক হয়ে থাকছেন। পুলিশ ভাবছে এভাবে অত্যাচার করে যাবে। আজ সংবিধান দিবসের দিনে তৃণমূলের কথায় আমাদেরকে আটকে দিয়েছে। রাম মন্দির হয়েছে সেই নিয়ে আমরা আজ একটা র‍্যালে করে হাঁটছি কিন্তু পুলিশ আটকে দিয়েছে। এখানে খুন হবে সবকিছু হবে সেখানে কোন আইন নেই আর আমরা একটু র‍্যালি করছি আমাদেরকে আটকে দিচ্ছে। তৃণমূলের কথায় পুলিশ সব দিক থেকেই আটকে দেওয়ার চেষ্টা করছে।