তিন ব্যাটারের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় স্কোর গড়লো ভারত

Ind vs Aus


প্রথম টি২০ ম্যাচে বড় রান তাড়া করে জয়ের পর আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে বড় রানের স্কোর দাড় করালো ভারত। প্রথয় থেকেই মারমুখী মেজাজে খেলছিল সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট টিম। কার্যত অস্ট্রেলিয়ান বোলারদের সাথে ছেলেখেলাই করছিল ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার সামনে টি২০ ফরম্যাটে সবথেকে বড় স্কোর গড়ে ফেলে ভারত। 



এদিন টসে জিতে প্রথম ফিল্ড করার সিদ্ধান্ত নেয় টিম অস্ট্রেলিয়া। তিরুবন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের হয়ে ওপেন করতে নামেন যশোয়াল ও রুতুরাজ। ওপেন জুটি ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকে জোরকদমে। ওপেনিং দুই ব্যাটার ৭৭ রানের জুটি বাধে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ৯টি চার ও ২টি ছয়ের বিনিময়ে ২৫ বলে ৫২ রান করে ফেরেন যশোয়াল। মাঠে আসেন ঈশান। রুতু ও ঈশান জুটি বেঁধে খেলতে থাকে জোর কদমে‌। ৪০ বলে ৫২ করে ফেরেন ঈশান। কিন্তু খেলতেই থাকেন রুতুরাজ। রুতুরাজের সাথে সঙ্গ দিতে মাঠে আসেন সূর্যকুমার। ১০ বলে ১৯ করেই ফেরেন সূর্য। স্টোনিসের হাতে ক্যাচ দেন সূর্য। এরপরেই মাঠে নামেন রিঙ্কু। রুতুরাজের ৪৩ বলে ৫৮ রান করে ফেরেন তিনি। এরপরেই মাঠে নামেন তিলক। রিঙ্কু ৩১ ও তিলক ৭ রানে অপরাজিত থাকেন। 


বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের চারদিনের মাথায় টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় রান তাড়া করে জয়ী হয় ভারত। এরপর আজ দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে বড় রান দাড় করালো ভারত। শেষমেশ জয়ের হাসি হাসেন কারা তাই দেখার অপেক্ষা।