Latest News

6/recent/ticker-posts

Ad Code

আরও একটি প্রেমের গান নিয়ে হাজির হয়েছে শ্রেয়া প্রীতম জুটি

আরও একটি প্রেমের গান নিয়ে হাজির হয়েছে শ্রেয়া প্রীতম জুটি

young lover on park



আরও একটি প্রেমের গান নিয়ে হাজির হয়েছে শ্রেয়া প্রীতম জুটি। এবার রাজবংশী ভাষায় সাইকো লাভার গানের ভিডিও প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছে অমিতাভ ফিল্ম প্রোডাকশন । ক্যান্সার আক্রান্ত হয়েও প্রডিউসার অমিতাভ রয় একের পর এক হিট গানের ভিডিও থেকে শর্টফিল্ম উপহার দিয়ে চলেছেন।


সম্প্রতি প্রকাশিত সাইকো লাভার বর্তমান সময়ের কিশোর কিশোরিদের প্রেমের অবস্থাকে তুলে ধরেছে। "কাছোত তোক পাইলে একবার, পূরন হইবে মনের আবদার। জানিস তুই জানিস সব কারবার, এই জীবনে তোকে মোর দরকার।" বিক্রম প্রধানের লেখা গানে ও সুরে সাথে রয়েছেন সুজন খান।


অসাধারন অভিনয় দক্ষতায় ইতিমধ্যে উত্তরবঙ্গে সাড়া ফেলে দিয়েছে প্রীতম রায় এবং শ্রেয়া অধিকারী। এই গানেও তাদের অভিনয় অত্যন্ত সাহসী এবং সাবলীল।


এই গানের সমস্ত ভিডিও শ্যুট হয়েছে কোচবিহারেই। বিক্রম প্রধান জানিয়েছেন, দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code