Tejas: একের পর এক বন্ধ শো, ফ্লপের মুখে কঙ্গনার তেজস

Tejas


আরএসভিপি দ্বারা প্রযোজিত, 'তেজস' মুক্তি পেয়েছে সম্প্রতি। কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবি নাম লেখালো ফ্লপের তালিকায়! এমনটাই তো জানা যাচ্ছে খবর। আদিপুরুষ, গণপথ, ইয়ারিয়া ২ এবং দ্য ভ্যাকসিন ওয়ার-এর মতো তেজস-ও ফ্লপের সারিতেই। বক্সঅফিসে কার্যত মুখ থুবড়ে পড়ছে এই ছবি।



জানা যাচ্ছে, লোক আসছেই না। ফলে শো বন্ধ করতে বাধ্য হচ্ছে মালিকরা। মুক্তির চতুর্থ দিনে মাত্র ৪০ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। চার দিনের নেট ডোমেস্টিক টোটাল ৪ কোটি ১৫ লক্ষ টাকা। সুরাতের 'দ্য ফ্রাইডে সিনেমা মাল্টিপ্লেক্স'-এর কর্ণধার কীর্তিভাই টি ভাঘাসিয়া জানিয়েছেন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাঁর সিনেমা হলে তেজসের ১৫ টি শো বাতিল করতে হয়েছে। তাঁর কথায় যেখানে আমরা ১০টা দর্শক হলেই শো চালাই সেখানে ৪-৫ জন শো-র টিকিট নেয়।



আরএসভিপি দ্বারা প্রযোজিত, 'তেজস'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওত। একাধিক জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে এই ছবিতে ভারতীয় ফাইটার পাইলটের চরিত্রে দেখা গিয়েছে । কিন্তু কোনোমতেই শোতে লোক নেই তেমনটাই খবর।



সর্বেশ মেওয়ারা পরিচালিত তার পরিচালনায় আত্মপ্রকাশ এবং রনি স্ক্রুওয়ালা তার ব্যানার আরএসভিপি মুভিজের অধীনে ব্যাঙ্করোল করেছেন, তেজসে এছাড়াও আংশুল চৌহান, বরুণ মিত্র, আশিস বিদ্যার্থী, এবং বিশাক নায়ার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।