IND vs SA T20: সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি২০-তে চমক, অধিনায়ক সূর্য, ঘোষিত দলে আর কারা?
বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত কাটিয়ে অস্ট্রেলিয়ার সাথেই টি২০ সিরিজ খেলছে ভারত তারপরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি২০, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে ভারত। আকর্ষনীয় ভাবে দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ ম্যাচে ভারতের নেতৃত্ব দেবে সূর্য কুমার যাদব।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সহ অধিনায়ক থাকবেন জাদেজা। দলে রয়েছেন গিল থেকে ঋতুরাজ, শ্রেয়স থেকে রিঙ্কু, বিষ্ণোই থেকে কুলদীপ। আগামী বছর জুন মাসে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মনে করা হয়েছিল রোহিত শর্মার হাতেই তুলে দেওয়া হবে অধিনায়কত্ব। কিন্তু চমক দিয়ে সূর্যকে দায়িত্ব দিল বিসিসিআই।
ভারতের ১৭ জনের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊