প্রকাশিত হলো ENGLISH TALENT HUNT-2023 পরীক্ষার ফল
কলকাতার নবপরিবর্তন ধরার English Talent Hunt পরীক্ষার ফল প্রকাশিত হল আজ।আনুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করলেন উত্তর বঙ্গের মুখ্য পরিচালক গণেশ চ্ন্দ্র রায়। তিনি বলেন, যে সব ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন জায়গা থেকে, তারা আমাদের এই সংস্থার নির্দিষ্ট website এ গিয়ে Roll number submit করলে রেজাল্ট দেখতে পাবে।
এছাড়াও যাদের OMR sheet ভুল হয়েছে তারা রেজাল্ট দেখতে পারবে না। তাদের উত্তরপএ বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। রেজাল্ট দেখার পর কেউ রিভিউ করতে চাইলে তার ব্যবস্থা আছে,তার জন্য প্রার্থীকে একটা আবেদন করতে হবে।
যে সব ছাত্র ছাত্রী ৫০ শতাংশ পাবে তারা শুধু পাশ করবে। মার্কস অনুযায়ী আমাদের A,B,C সার্টিফিকেট থাকবে সেগুলি উপহার সহ স্কুলে পাবে ফেব্রুয়ারি মাসে। যারা A+ পাবে তাদের কে আমরা মঞ্চে ডেকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। সেই অনুষ্ঠান হবে মার্চ মাসে। সেখানে উপস্থিত থাকবে কবি,সাহিত্যিক, শিক্ষাবীদ এবং সংস্থার কর্ণধার যাঁরা।
Website Link: Click Here.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊