কোচবিহার এবং মাথাভাঙ্গার পর এবার দিনহাটায় বাজি বাজার

green crackers



কোচবিহার শহর এবং মাথাভাঙ্গায় সবুজ বাজি বাজার বসেছে। এবার দিনহাটা শহরেও বাজি বাজার বসতে চলেছে। দিনহাটা মহকুমা শাসক রেহেনা বসির বুধবার বিকেলে এ কথা জানিয়েছেন।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে কালী পূজার সময় মানুষ যাতে পরিবেশবান্ধব সবুজ বাজী ব্যবহার করতে পারেন তার জন্য তিনজন ব্যবসায়ীকে বাজী বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছে। তবে এই লাইসেন্স নিয়ে  দুইজন ব্যবসায়ী একমাস সবুজ বাজি কেনা-বেচা করতে পারবেন। দিনহাটা শহরের হরতকি তলা মাঠে তারা তাদের স্টল খুলে বসবেন। বৃহস্পতিবার থেকে এই স্টলগুলি খোলা থাকবে। শহরের একমাত্র এই স্টলগুলিতেই সবুজ বাজি বিক্রি করা হবে।


এদিকে বুধবার দুপুরে হরতকি তলার মাঠে স্টলের স্থান পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান গৌরী শংকর মহেশ্বরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক ছাড়াও প্রশাসনের আধিকারিকগণ।