সেবকেশ্বরী কালী মন্দিরে পশু বলি বন্ধ


Kali temple


ঐশী রায়, শিলিগুড়ি, ৮ই নভেম্বর ২০২৩ঃ

উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মন্দির গুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি সংলগ্ন সেবকেশ্বরী কালী মন্দির। আর এই মন্দিরের বিশেষত্ব ছিল পশু বলি। তবে চলতি বছর থেকে পশু বলি প্রথা বন্ধ হচ্ছে এই বিষয়ে জানিয়েছে মন্দির কমিটি। দফায় দফায় ভক্তদের সঙ্গে বৈঠক করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে ফোন করে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে যে বন্ধ হচ্ছে পশু বলি।



প্রায় ৩০০ বছর পুরনো এই মন্দির, প্রথম থেকে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা কালী। আর উল্লেখযোগ্য ছিল পশু বলি প্রথা, কালীপুজোর দিন ছাড়া অমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার,শনিবারে এখানে পশু বলি দেওয়া হতো। কালীপুজোর দিন প্রচুর পশু বলি দেওয়া হতো। বিশেষ উল্লেখযোগ্য এই সেবক কালীবাড়ির পূজো, কালী পুজোর দিন রাতে দূর দুরান্ত থেকে মায়ের পুজো দেখতে অগণিত ভক্তের ভিড় হয়। ভক্তদের সুবিধার জন্য বাস পরিবহন গভীর রাত পর্যন্ত চালু থাকার ব্যবস্থা করা হয়ছে। 


প্রসঙ্গত মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে পশু বলির পরিবর্তে ফল ও সবজির বলি দেওয়া হবে। পশু বলি বন্ধ করে দেওয়ার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে।