Latest News

6/recent/ticker-posts

Ad Code

Hybrid ATM: খুচরো টাকার সমস্যায় ইতি! এবার এটিএম থেকেই মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট

Hybrid ATM: খুচরো টাকার সমস্যায় ইতি! এবার এটিএম থেকেই মিলবে ১০, ২০ ও ৫০ টাকার নোট, মুম্বইয়ে শুরু ট্রায়াল

Hybrid ATM, Small Denomination Notes, ATM New Rules, RBI News, Mumbai ATM Trial, 10 Rupee Note, 20 Rupee Note, 50 Rupee Note, Cash Crunch, হাইব্রিড এটিএম, খুচরো টাকা, এটিএম নিউজ

মুম্বই: ৫০০ টাকার নোট নিয়ে দোকানে গিয়ে আর ভর্ৎসনার মুখে পড়তে হবে না। অটো ভাড়া হোক বা সবজির বাজার, খুচরো টাকার অভাবে আর আটকে থাকবে না কোনো কাজ। সাধারণ মানুষের সুবিধার্থে এবার ‘হাইব্রিড এটিএম’ (Hybrid ATM) আনার পরিকল্পনা নিয়েছে সরকার। মুম্বইয়ে ইতিমধ্যেই এই বিশেষ এটিএম-এর পরীক্ষামূলক ব্যবহার বা পাইলট প্রজেক্ট শুরু হয়েছে।

প্রচলিত এটিএম থেকে সাধারণত ১০০, ৫০০ বা এক সময় ২০০০ টাকার মতো বড় নোট পাওয়া যেত। কিন্তু এই নতুন হাইব্রিড এটিএম-এর বিশেষত্ব হলো, এখান থেকে গ্রাহকরা ১০, ২০ এবং ৫০ টাকার মতো ছোট অংকের নোটও তুলতে পারবেন। শুধু তাই নয়, এই মেশিনে বড় নোট (যেমন ৫০০ টাকা) জমা দিয়ে তার বদলে খুচরো নোট নেওয়ার সুবিধাও থাকবে।

ডিজিটাল ইন্ডিয়ার যুগে ইউপিআই (UPI) পেমেন্ট ব্যাপক জনপ্রিয়তা পেলেও, দেশের বিশাল এক অংশের মানুষ এখনও নগদ লেনদেনের ওপর নির্ভরশীল। বিশেষ করে ছোটখাটো কেনাকাটা, গ্রামীণ এলাকা বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে নগদের ব্যবহার বেশি। কিন্তু বাজারে ১০, ২০ বা ৫০ টাকার নোটের জোগান কম থাকায় প্রায়ই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। ৫০০ টাকার নোট ভাঙাতে গিয়ে দোকানি ও গ্রাহকের মধ্যে বচসা নিত্যদিনের ঘটনা। এই সমস্যা দূর করতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং সরকারের এই নতুন পদক্ষেপ।

সূত্রের খবর, প্রাথমিকভাবে মুম্বইয়ের জনবহুল এলাকাগুলিতে এই পাইলট প্রজেক্ট চালানো হচ্ছে। সফল হলে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সবজি বাজার, হাসপাতাল এবং সরকারি অফিসের মতো জায়গায় এই মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে, যেখানে খুচরো টাকার চাহিদা সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে সাধারণ মানুষের দৈনন্দিন হয়রানি অনেকটাই কমবে। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক ছোট নোটের জোগান বাড়ানোর জন্য ছাপানোর পরিমাণও বাড়াতে পারে। মুম্বইয়ের ট্রায়াল রান সফল হলে খুব শীঘ্রই সারা দেশে এই হাইব্রিড এটিএম ছড়িয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code