আশ্রমপাড়া জগদ্ধাত্রী পুজোর ২৫ তম বর্ষ, উদ্বোধন করলেন মেয়র

Jagadhatri puja



ঐশী রায়, শিলিগুড়ি, ১৮ই নভেম্বর ২০২৩ঃ

শিলিগুড়ি পুরনিগমের ১৪ নং ওয়ার্ড আশ্রম পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির রজতজয়ন্তী বর্ষের সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম আই সি শ্রীমতি শ্রাবণী দত্ত এছাড়া আরো অন্যান্যরা।



প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মসূচি। এই সম্বন্ধে পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে পুজো উপলক্ষে আগামী ২২ তারিখ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে, সামাজিক কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি।




প্রতিবছর ঘটা করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়ে থাকে আশ্রমপাড়ায়, এই বছর ২৫ তম বর্ষ অর্থাৎ রজতজয়ন্তী বর্ষ। রজতজয়ন্তী বর্ষের পূজো আরম্বরে হচ্ছে। প্রতিবছর সংলগ্ন এলাকার মানুষ তো বটেই আশেপাশের এলাকার মানুষরাও এই পুজোতে অংশগ্রহণ করেন ও আনন্দ উৎসবে মেতে ওঠেন। আশ্রমপাড়া জগদ্ধাত্রী পুজোর যথেষ্ট সুখ্যাতি রয়েছে। কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করাও এই পূজোর দিনগুলি আনন্দে মেতে ওঠেন।।