প্রকাশ্যে দিবালোকে কলেজ ছাত্রীকে কাটারির কোপ, উসকালো সুশান্ত স্মৃতি

Bf attack



প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বুধবার দুপুরে সাইথিয়া তালতলা মোড়ে কলেজ ছাত্রী আনিশা খাতুনকে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠে নাজিবুল হক নামে এক যুবকের বিরুদ্ধে। 



জানা যায়, আনিশাকে বাঁচাতে গিয়ে জখম হয় স্থানীয় মিষ্টি দোকান কর্মী গোলক বাটি। গোলক রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় আনিশা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । 



আনিশার বাবা বলেন, "মার্কশিট নিয়ে কলেজে ঝামেলা করেছিল নাজিবুল। কলেজ থেকে টোটো করে মেয়েকে নিয়ে এসে তালতলা মোড়ে একটি মিষ্টির দোকানে খেতে ঢুকি । আমাদের ফলো করে মিষ্টির দোকানে ঢুকে পড়ে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপায় আমার মেয়েকে । আমার মেয়ে আনিশা বাংলা অর্নাসের তৃতীয় বর্ষের ছাত্রী । আমার মেয়ে পড়াশোনায় ভালো । ক্লাস না করে নাজিবুল নোট চাইতো সেটা দিতে চাইনি আমার মেয়ে ।" 



এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । অভিযুক্ত নাজিবুল হককে আটক করেছে পুলিশ । এই ঘটনা উস্কে দিলো গতবছর বহরমপুরে সুতপা চৌধুরীকে হত্যার ঘটনা । সেইঘটনায় সুতপার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা দিয়েছে নিম্ন আদালত ।