নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। আদালতের নির্দেশ মেনে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের (Primary Teacher) চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।
জানাযাচ্ছে ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের (Primary Teacher) চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হয়েছে বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের।
প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই শিক্ষকদের (Primary Teacher) ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে। ওই শিক্ষকরা প্রয়োজনীয় তথ্য জমা না দিতে পারায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয় পর্ষদ (WBBPE) বলে জানাগেছে।
নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই এমন পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বাতিল হওয়া ৯৪ জনই (Primary Teacher) টেট পাশ করেননি।একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেমন করে টেট পাশ না করে চাকরি পেলেন প্রার্থীরা? পর্ষদের কাছে রিপোর্ট তলবও করেন বিচারপতি। সেই রিপোর্টে পর্ষদ জানায়, ৯৪ জন (Primary Teacher) এমন আছেন, যাঁরা টেট পাশ না করেই চাকরি পেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে আদালতের নির্দেশে। ওই চাকরিপ্রার্থীরা প্রয়োজনীয় নথি জমা না দিতে পারেননি। তাই তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয় পর্ষদ।
জানাযাচ্ছে আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊