শামি-বুমরাহর দুরন্ত বোলিং ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ভারত

Ind vs Eng


‘ছয়ে ছয়’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে চলে গেল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। সামির দুরন্ত আগুনে বোলিং আর বুমরাহের ঝাঁজ কার্যত ভারতকে ইংল্যান্ড বধে বড় ভূমিকা নিল আজ। একদিকে যখন সেমিফাইনালে পৌঁছাল ভারত তখন অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিল জস বাটলারের (Jos Buttler) ইংল্যান্ড (England)।




আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টসে হারে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় টিম ইন্ডিয়া। গিল ও রোহিত ওপেন করতে নামে। প্রথম ওভারে কোনও রান করতে পারেনি ভারত। স্ট্রাইকে ছিলেন রোহিত। দ্বিতীয় ওভার চার রান করে ভারত শুরু হয় ধীরে ধীরে পথ চলা। ১৩ বলে ৯ রান করে ওকসের বলে বোল্ড হয়ে গিল। ৯ বল খেলেও খালি হাতেই ফেরে বিরাট। চাপে পড়ে যায় ভারত। ক্রিস ওকসের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স। রোহিতের সঙ্গে হাল ধরেন রাহুল। ৯১ রানের পার্টনারশিপ গড়ে ৩টি চারের হাত ধরে ৫৮ বলে ৩৯ রান করে ফেরেন রাহুল। ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে আদিল রশিদের বলে রোহিত বড় শট খেলতে গিয়ে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দেন রোহিত। ১০টি চার এবং তিনটি ছক্কার সৌজন্যে ১০১ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরেন রোহিত। ১৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। ৫ বলে ১ রান করে উডের ডেলিভারিতে বাটলারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শামি। ব্যক্তিগত রান ৪৯-এ দাঁড়িয়ে বড় শট খেলতে ১টি ছক্কা, চারটি চারের সৌজন্যে ৪৭ বলে ৪৯ করে ফেরেন সূর্য কুমার যাদব। ইনিংসের শেষ বলে সিঙ্গল নিতে গিয়ে জসপ্রীত বুমরাহ রানআউট হন। ২৫ বলে ১৬ করে আউট হন বুমরাহ। ১৩ বলে ৯ করে অপরাজিত থাকেন কুলদীপ। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ডেভিড উইলি। ২টি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ এবং ক্রিস ওকস। মার্ক উড নিয়েছেন ১ উইকেট।



জবাবে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের পঞ্চম বলে বুমরাহ এর ফলে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ২টি চার, একটি ছয়ের হাত ধরে ১৭ বলে ১৬ করে সাজঘরে ফেরেন মালান। ওই ওভারেই ফেরেন জো রুট। ১০ বল খেলে খালি হাতে শামির বলে ফেরেন স্টোকস। স্টোকসের পর বেয়ারস্টোকেও বোল্ড করেন শামি। ২টি চারের হাত ধরে ২৩ বলে ১৪ রান করে তিনি সাজঘরে ফেরেন। কুলদীপের বলে ২৩ বলে ১০ রান করে বাটলার সাজঘরে ফেরেন। শামির বলে ৩১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন মইন আলি। ২০ বলে ১০ রান করে সাজঘরে ফিরলেন ওকস। জাদের বল এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন। শামির আগুনে বলে ২০ বলে ১৩ করে সাজঘরে ফিরলেন রশিদ। শেষ উইকেট নেন বুমরাহ। ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১০০ রানে জয় হয় ভারতের।



এই নিয়ে টানা ছয় ম্যাচে ছয়টিই জয় লাভ করলো ভারত। ভারতের হয়ে মহম্মদ শামি সবচেয়ে সফল বোলার। ৭ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬.৫ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। দু' উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডকে হারিয়েই সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে দুইয়ে নামিয়ে ফের শীর্ষস্থান দখল করল ভারত।