Kochi Blast: কোচি বিস্ফোরণ কাণ্ডে বাড়লো মৃতের সংখ্যা

Kochi blast



কেরলের কোচিতে ধর্মীয় সম্মেলনে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩। জানা গেছে এক ১২ বছরের শিশুও প্রাণ হারিয়েছে এই ঘটনায়। প্রাথমিকভাবে জানা যায়, বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয় অনেকে গুরুতর অবস্থায় ভর্তি হয় হাসপাতালে। তাঁদের মধ্যে থেকে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গেছে গতকাল রাতে ১২-বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এই বিস্ফোরণে।


প্রসঙ্গত, গতকাল ধর্মীয় সমাবেশে পর পর বিস্ফোরন ঘটে। জানা গেছে, কেরলের কোচিতে রবিবার সকালে প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। কনভেনশন সেন্টারের ভিতরে (Kerala Kalamassery Blast) এই বিস্ফোরণ ঘটে। এই কনভেনশন সেন্টারে খ্রিস্টানদের প্রার্থনাসভা চলছিল। প্রার্থনা চলাকালীনই পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। ওই কনভেনশন সেন্টারে প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি শুরু হয়।ভয়াবহ বিস্ফোরণ। 


টিফিনবক্সে বিস্ফোরক ভরে ঘটানো হয় এই বিস্ফোরণ। এই ঘটনায় ইতিমধ্যে একজন আত্মসমর্পণ করেছে বলেও খবর। ডমিনিক মার্টিন নামের সেই ব্যক্তির দাবি তিনি নিজেই সেই বিস্ফোরণ ঘটিয়েছে। জানা গেছে, জেহোবা গোষ্ঠীর সম্মেলনটি চলছিল কালামাসেরির জামরা ইন্টারন্যাশানাল কনভেনশন অ্যান্ড এগজিবিশন সেন্টারে। অভিযুক্ত ডমিনিক নাকি সেই ধর্মীয় গোষ্ঠীরই সদস্য।