WBCS PRELIMINARY EXAM: সিভিল সার্ভিসের প্রিলিমিনারী পরীক্ষার তারিখ জানালো পিএসসি


WBPSC WBCS 2023


ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) আয়োজিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (West Bengal Civil Service)এর প্রিলিমিনারী (Preliminary ) পরীক্ষার তারিখ ঘোষিত হল‌। আজ এক বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন জানায় আগামী ১৬ই ডিসেম্বর ২০২৩ শনিবার সারা রাজ্যে অনুষ্ঠিত হবে‌। পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।




প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল ৫ই নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা। কিন্তু পরে বিজ্ঞপ্তি দিয়ে সেই তারিখে পরীক্ষা হবে না বলেই জানিয়ে দেয়। ফলে চিন্তায় পড়ে যায় প্রার্থীরা। কবে হবে পরীক্ষা? দানা বাঁধে প্রশ্ন। শেষমেষ আজ নয়া বিজ্ঞপ্তি জারি করে নয়া তারিখ ঘোষণা করলো কমিশন।



W.B.C.S. (Exe.) ইত্যাদি পরীক্ষা দুটি অংশ নিয়ে গঠিত - (1) লিখিত পরীক্ষা (2) ব্যক্তিত্ব পরীক্ষা। লিখিত পরীক্ষা দুটি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরীক্ষা (MCQ) ও মেইন পরীক্ষা।