মহালয়ায় প্রকাশের অপেক্ষায় 'মা আসছে...'

মহালয়ায় প্রকাশের অপেক্ষায় 'মা আসছে...'


হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই মর্ত্যে বেজে উঠবে দেবীর আগমনী। আগমনীর সুরে আকাশ-বাতাস মুখরিত হবে। উদ্বেলিত হবে মা মেনকা, কন্যার আগমনের অপেক্ষায় দরজায় দাড়িয়ে থাকবে পিতা গিরিরাজ। মহালয়া মানেই মা দুর্গার আগমন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই শুভ মুহূর্তে এবার আলিপুর দুয়ারের সুর ছন্দম ডান্স একাডেমি তৈরি করেছে নৃত্যের ভিডিও। যার টিজার আজ রিলিজ হয়েছে।

আয়োজক সুর ছন্দম ডান্স একাডেমির কর্ণধার স্বরূপ সাহা জানিয়েছেন, দীর্ঘ প্রায় ১ মাস ধরে শুটিং চলেছে। মহালয়ার দিন প্রকাশিত হবে এই নৃত্যের ভিডিও "মা আসছে..."

উমা রূপে অভিনয়ে মেহুলি চক্রবর্তী, দুর্গা রূপে সৌরিজা ঘোষ, মহিষাসুর রূপে শর্মি দাস, এছাড়াও সুর ছন্দমের অন্যান্য নৃত্য শিল্পীরাও রয়েছেন অভিনয়ে। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন রোহিত বোস।

মহালয়ায় প্রকাশের অপেক্ষায় "মা আসছে..."