কথা দিয়ে কথা রাখল তৃণমূল, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Dhupguri



সুপ্রশাসনের নজির গড়ে, মানুষকে করা প্রতিশ্রুতি রেখে, বৃহস্পতিবার ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ তাঁর কালীঘাটের বাড়িতে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁদের দীর্ঘদিনের দাবি মেনে চলতি বছরই ধূপগুড়ি মহকুমায় উন্নীত হবে। সেই ঘটনার ছয় সপ্তাহেরও কম সময়ে তৃণমূল কংগ্রেস তার প্রতিশ্রুতি পালন করল।



জলপাইগুড়ির একাধিক পুজো প্যান্ডেল ভার্চুয়ালি উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন, "আমরা কথা দিয়েছিলাম ধূপগুড়ি মহকুমা হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব পাস হয়েছে। ধূপগুড়ি, বানারহাট এবং ধূপগুড়ি পুরসভা নিয়ে একটি মহকুমা গঠিত হবে।"



এই ঘোষণায় খুশি বানারহাট এবং ধূপগুড়ির বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, এই ঘটনাই প্রমাণ করে, তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি পালন করে না, সেইসঙ্গে, জনকল্যাণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করতে উদ্যোগও নেয়। তারা সবসময় মানুষের স্বার্থকে রাজনীতির ঊর্ধ্বে রাখে।



ধূপগুড়ি উপনির্বাচনের মাত্র চারদিন পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আশ্বস্ত করেছিলেন যে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বছরেই ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অবশ্যই পালন করা হবে। ২ সেপ্টেম্বর ভোটমুখী ধূপগুড়িতে জনভায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ, আমি কথা দিচ্ছি। ৩১ ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমায় উন্নীত হবে। তিনমাসের মধ্যে আমরা এটা নিশ্চিত করব। আর তা না হলে আর কোনও দিন আপনাদের আমার মুখ দেখাব না।"



১১ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি এটা জানাতে পেরে আনন্দিত যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই বছরের শেষ নাগাদ ধুপগুড়ি আনুষ্ঠানিকভাবে মহকুমা মর্যাদা লাভ করবে। এই মাইলফলক উন্নত স্থানীয় শাসনের সূচনা করবে এবং নতুন আঞ্চলিক উন্নয়নের পথ খুলে দেবে। ধূপগুড়ির জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যত গঠনে আমাদের উৎসর্গ অবিচল থাকবে!"