Virat Kohli: বিশ্বকাপে ভারতের প্রথম উইকেট, রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Virat Kohli



ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ICC বিশ্বকাপ 2023 ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হচ্ছে। অস্ট্রেলিয়া দল টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয়। এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং প্রথমে টিম ইন্ডিয়ার হাতে বোলিং তুলে দেন।


টিম ইন্ডিয়াকে প্রথম সাফল্য এনে দিয়েছেন জসপ্রিত বুমরাহ। খাতা না খুলেই বিরাট কোহলির (Virat Kohli) হাতে মিচেল মার্শ ক্যাচ আউট হন জসপ্রিত বুমরাহর বলে। ১৭তম ওভারের তৃতীয় বলে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ যাদব। ৪১ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার।


এখন পর্যন্ত খেলা ম্যাচের ভিত্তিতে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, নিউজিল্যান্ড দল ২ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে রয়েছে। এরপর ২-২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে। এদিকে, ভারতীয় দল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়। অন্যদিকে, এত সহজে হাল ছাড়ছে না পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।


তবে আজকের ম্যাচে নজর কেড়ে নিয়েছে বিরাট কোহলি (Virat Kohli)। দুর্দান্ত ক্যাচ নিয়ে ইতিমধ্যে স্যোসাল মিডিয়ায় ভাইরাল। আনন্দে আত্মহারা কোহলি ফ্যানরা। ক্রিকেট বিশ্বকাপ 2023-এ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতে একেবারে দুর্দান্ত ক্যাচ নেওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিতে ট্রেন্ডিং ।


এই ক্যাচ নিয়ে বিশ্বকাপে ভারতের প্রথম উইকেট উদযাপনে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। এই ক্যাচের সৌজন্যে, বিরাট কোহলি (Virat Kohli) এখন বিশ্বকাপে ভারতের হয়ে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন।