Earthquake in Afghanistan: বিধ্বংসী ভূমিকম্পে লাশের পাহাড়, ভয়ঙ্কর অবস্থা আফগানিস্তানে

Earthquake in Afghanistan
Earthquake in Afghanistan (Photo Credits: X)


পশ্চিম আফগানিস্তানে আঘাত হানলো বিধ্বংসী ভূমিকম্প (Earthquake in Afghanistan)। ভূমিকম্পে মুহুর্মুহু ভেঙে পড়ে ঘরবাড়ি, বহুতল। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল জারি রয়েছে আফগানিস্তান (Afghanistan) জুড়ে। যত সময় এগিয়েছে জমতে শুরু করেছে লাশের পাহাড়।


আজ রবিবার সকালে তালিবানি মুখপাত্র তরফে জানানো হয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই। এর আগে ২০২২ সালের জুন মাসে এমনই এক ভয়াল ভূমিকম্পের সাক্ষী থেকেছে আফগানিস্তান। সেই ভূমিকম্প আঘাত হেনেছিল পূর্ব আফগানিস্তানে। সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১০০০ জন। আজ ভূমিকম্প পশ্চিম আফগানিস্তানে।


শনিবার আফগানিস্তানের উত্তর-পশ্চিমের হেরাট (Herat) প্রদেশে তীব্র আঘাত হানে ভূমিকম্প। ভূমিকম্পটির উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় স্থানীয়দের। ধ্বংস হয়ে গিয়েছে ছয়টি গ্রাম। ধ্বংসাবশেষে চাপা পড়ে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে।


জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একটি রিপোর্টে বলা হয়েছে, এই কম্পনের জেরে ৪৬৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১৩৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে।