যুদ্ধক্ষেত্র ইজরায়েলে আটকে অভিনেত্রী নুসরত ভারুচা, অবশেষে ফিরছেন ভারত! 

Nushrratt Bharuccha


অবশেষে যোগাযোগ করা গেল অভিনেত্রী নুসরাত ভরুচ্চার সঙ্গে। হিন্দি চলচ্চিত্র তারকা, যিনি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে ছিলেন, তার দলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে আতঙ্ক দেখা দেয়। যাইহোক, সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং এখন জানা গেছে যে অভিনেত্রী ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি শীঘ্রই ভারতে ফেরার ফ্লাইটে উঠবেন।



ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ইসরায়েলে আটকে পরেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সূত্রের খবর, ৩৯তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপদে পড়েছিলেন নুসরত ভারুচা। বর্তমানে অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সুস্থ আছেন ও সঠিকভাবেই তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।



এর আগে, তার দলের একজন সদস্য বলেছিলেন, "নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকা পড়েছেন। তিনি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে এসেছিলেন।"



হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে ইসরায়েলে গিয়েছিলেন অভিনেত্রী। আর হঠাৎ প্যালেস্তাইন গাজা থেকে হামলা করায় ইজরায়েলের তরফে যুদ্ধ ঘোষণা হয় ফলে সেখানেই আটকে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। অবশেষে অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, ভারতে ফিরছেন তিনি।



একটা বছর পেড়িয়ে গেলেও এখনো ইতি হয়নি রাশিয়া - ইউক্রেনের যুদ্ধ। এর মাঝেই আরও এক নয়া যুদ্ধের সূচনা। এবার মুখোমুখি ইজরায়েল ও প্যালেস্টাইন(Israel-Palestine Conflict)। শনিবার প্যালেস্তাইন সশস্ত্র সংগঠন 'হামাস' গাজা থেকে ইজরায়েলের দিকে রকেট ছোড়ার অভিযোগ উঠেছে। প্রায় ৫০০০ রকেট ছোড়া হয় গাজা থেকে। ইজরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বলে জানায় 'হামাস'। তার পরই প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার।




এই ঘটনার জেরেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। ইজরায়েলের দাবি, গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার তারপরেই যুদ্ধ ঘোষনা। পাশাপাশি গাজা থেকে সশস্ত্র উগ্রপন্থীরা ইতিমধ্যেই অনুপ্রবেশ শুরু করে দিয়েছে। বিপজ্জনক পরিস্থিতি হয়ে উঠতে পারে এই আশঙ্কায় ইতিমধ্যে জনগনকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছে ইজরায়েল। সকাল থেকে জেরুসালেম-সহ দেশের বিভিন্ন প্রান্তে সাইরেন বেজে চলেছে।