Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: ১২৮ বছর পর অলিম্পিকে ফের যুক্ত হচ্ছে ক্রিকেট

Breaking News: ১২৮ বছর পর অলিম্পিকে ফের যুক্ত হচ্ছে ক্রিকেট

Olympics


কেটে গেছে ১২৮ বছর। ১২৮ বছর পর অলিম্পিকে ফের যুক্ত হচ্ছে ক্রিকেট। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট ছিল। এবার ২০২৮ থেকে ফের ক্রিকেটকে অন্তর্ভুক্ত করলো অলিম্পিক কমিটি। জানা যাচ্ছে, অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে একপ্রকার সিলমোহর দিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।



অলিম্পিকের বৈঠকে যোগ দিতে মুম্বই এসে আইওসির (IOC) প্রধান টমাস বাখ জানিয়েছেন, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রায় পাকা। তবে কীভাবে কোন ফরম্যাটে ক্রিকেট খেলা হবে, বা কটা দল অংশগ্রহণ করতে এসব চূড়ান্ত হয়নি।



শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে যুক্ত করা হচ্ছে বলে সূত্রের খবর। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি।



টমাস বাখ এদিন জানিয়েছেন, “আইওসি কোনও দেশের সঙ্গে আলোচনা করবে না। তবে আইসিসির (ICC) সঙ্গে আলোচনা করে ঠিক করবে কীভাবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা যায়। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। কটা দল অংশ নেবে সেটা এখন স্পষ্ট নয়।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code