কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াতেই রাজ্যকে নিশানা শুভেন্দুর 


Subhendu Adhikari
কেন্দ্রের ডিএ বাড়তেই রাজ্যকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ডিএ ফারাকের (DA Difference) প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানালেন শুভেন্দু।

তিনি লিখেছেন, '৪ শতাংশ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন ৪৬ শতাংশ। দুর্ভাগ্যবশত কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছে ৬ শতাংশ, মোদি সরকার দিচ্ছে ৪৬ শতাংশ।'

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে খুশির খবর শুনিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance Hike) বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪২ থেকে বেড়ে হল ৪৬। আর তা নিয়ে রাজ্যকে নিশানা শুভেন্দুর।