Small Savings Agents Association: এবার আরও বৃহত্তর আন্দোলনের পথে জাতীয় স্বল্প সঞ্চয় এজেন্ট অ্যাসোসিয়েশন
গত ২ রা অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত লাগাতার আন্দোলনে সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে Small Savings Agents Association, নতুন দিল্লীর যন্তর মন্তরে যে বিরাট ধরনা প্রদর্শিত হয়েছিল তাতে অংশ নেন ভারতবর্ষের সকল প্রদেশ থেকে আশা সমস্ত এজেন্টরা । চার দিন যাবৎ দিল্লীর যন্তর মন্তরে নিজেদের দাবী আদায়ের আন্দোলন করেন তারা।
আন্দোলনকারীদের পুলিশ সরিয়ে দিলেও তারা তাদের দাবীপত্র পাঠান প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, সূচনা ও প্রসারন মন্ত্রী এবং ডাকঘরের বিভিন্ন অধীকারীদের কাছে। গত ৬ তারিখ ডাকভবন ঘেরাও করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে আন্দলনকারীদের সাথে দীর্ঘ ৩০ মিনিট যাবত কথা বলে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বলেও সঙ্গঠনের পক্ষ থেকে জানানো হয়।
আন্দোলনকারীদের দাবী- “সরকার পোস্ট অফিসের নতুন নতুন স্কিম নিয়ে আসছে প্রতিনিয়ত। তবে সেই স্কিমগুলোর বিনিময়ে আমাদের কোনও কমিশন নেই। সামান্য কিছু কমিশন দিলেও আমরা সেই কাজগুলো করতে পারি। কারন সেই সমস্ত স্কিমের সমস্ত নথিপত্র আমাদের সাহায্য নিয়েই ফিলাপ করা হয়। কিন্তু তার বিনিময়ে আমরা কিছু পাই না। নতুন স্কিম গুলোতেও যাতে সরকার আমাদের দিকে তাকায় এবং কমিশন দেওয়া হয় তার ব্যবস্থা করা হোক।”
দীর্ঘদিন থেকে সমস্ত স্বল্প সঞ্চয় এজেন্টরা পোস্ট অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা এও দাবি করেন তাদের সংসার রয়েছে কোন রকম ভাবে যেন তাদের এই কাজ চলে না যায় একটা স্থায়ী কিংবা পাকাপাকিভাবে ব্যবস্থা করুক সরকার।
NATIONAL SMALL SAVINGS AGENTS ASSOCIATION, INDIA এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুশান্ত সূত্রধর সংবাদ একলব্যের প্রতিনিধিকে জানিয়েছেন, কেন্দ্র সরকার যদি আমাদের দাবী মেনে না নেয়, তাহলে আগামীতে প্রতিটি জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে দেশ পর্যন্ত জোড়ালো আন্দোলন সংগঠিত করবো।
সুশান্ত সূত্রধর আরো জানান- সুকন্যা সমৃদ্ধি সহ অন্যান্য স্মল সেভিংস স্কিমে আমাদের কোনরকম কমিশন নেই, এছাড়া ২০১১ সালের আগে SAS এজেন্টদের কমিশন যেখানে আগে ১ টাকা ছিলো তা ২০১১ সালের পরে ৫০ পয়সা করা হয়, আমাদের দাবী ১ টাকা কমিশন পুনরায় চালু করতে হবে এবং সেই সাথে অন্যান্য স্কিমে কমিশনের পরিমান বৃদ্ধি করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊