উৎসব মুখর দিন গুলিতে ১৫টি বুলেট বাইক রক্ষক টিম, দূর্গাপুজো নিয়ে পুলিশের বিশেষ প্রস্তুতি
বেসরকারি কোম্পানির সিএসআর প্রকল্পের সহায়তায় ১৫টি বুলেট বাইক রক্ষক টিম গড়ে তোলা হয়েছে
উৎসব মুখর দিন গুলিতে জেলায় মানুষ পথে নেমে যাতে কোনো বিপত্তিতে না পড়ে, সেইদিকে লক্ষ্য রেখে দুটি বেসরকারি কোম্পানির সিএসআর প্রকল্পের সহায়তায় ১৫টি বুলেট বাইকে রক্ষক টিম গড়ে তোলা হয়েছে। যারা মূলত জেলার বড় শহরগুলিতে অপরাধ দমনের বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখবে ও দ্রুত মানুষের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছাবে।
পাশাপাশি নজরদারী চালানোর জন্য বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শিল্পাঞ্চলের বিভিন্ন থানা ফাঁড়ির এলাকার বাজার গুলোতে । যারা প্রতিনিয়ত বাজার এলাকায় অপরাধ আটকাতেকে টহল দারি চালাবে।সেইমত আজ কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বাজারে এলাকায় অপরাধ রুখতে টহলদারি চালানো হয়।
এদিকে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট দূর্গাপুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি শুরু করলো। প্রশাসন সূত্রে জানা গেছে, এই বছর আসানসোলে এই কার্নিভাল হতে পারে।
রবিবার সকালে এই কার্নিভাল নিয়ে প্রাথমিক স্তরে পরিকল্পনা করতে এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। আসানসোল শহরের জিটি রোডের রবীন্দ্র ভবন লাগোয়া বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় এলাকা এদিন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা ঘুরে দেখেন। ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাবলম এস, আসানসোলের মহকুমাশাসক ( সদর) অভিজ্ঞান পাঁজা, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) কুলদীপ সোনেয়াল, এসিপি (ট্রাফিক ২) প্রদীপ মন্ডল, আসানসোল দক্ষিণ থানা (পিপি) সঞ্জীব দে সহ অন্যান্যরা।
এই বিষয়ে ডিসিপি (সেন্ট্রাল) পরে বলেন, দূর্গাপুজো কার্নিভাল বিষয়টি মন্ত্রী মলয় ঘটক দেখছেন। বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊