জয় দিয়েই বিশ্বকাপের সফর শুরু ভারতের 

Ind vs Aus


জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো ভারত। আজ একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত আর সেই ম্যাচে অস্ট্রেলিয়া কে ৬ উইকেটে চূর্ণ করে বিশ্বকাপের সফল শুরু করল ভারতীয় ক্রিকেট টিম।



রবিবারের চেন্নাইয়ে ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় ভারতীয় বোলাররা। মাত্র ১৯৯ রানেই আটকে দেয় অজিদের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। দুরন্ত ফর্মে থাকা মিচ মার্শকে ইনিংসের তৃতীয় ওভারেই তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। কোনও রান না করে ফেরেন মার্শ। তবে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ প্রাথমিক সেই ধাক্কা কাটিয়ে ইনিংসের হাল ধরেন। ৪৬ রান করে ফেরেন স্মিথ। জাদেজার জাদুতে বওল্ড হন তিনি। এরপর মার্নাশ লাবুশেন (২৭ রান) ও অ্যালেক্স ক্যারিকেও (০ রান) তুলে নেন রবীন্দ্র জাডেজা। ক্যামেরন গ্রিনকে (৮ রান) তুলে নেন অশ্বিন। মিচেল স্টার্ক ৩৫ বলে ২৮ রান করলেন। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩ উইকেট জাডেজার। ২টি করে উইকেট যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবের। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ়, আর অশ্বিন ও হার্দিক পাণ্ড্য।



জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। সামনে লক্ষ্য মাত্র ২০০ রানের। আর সেই রান তুলতে গিয়ে ভারতের স্কোর হয়ে গেল ২ রানে ৩ উইকেট! ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ (০), রোহিত (০), শ্রেয়স আইয়ার (০)। জশ হ্যাজলউডের দুটি ও মিচেল স্টার্কের এক উইকেট। সেখান থেকে পাল্টা লড়াই বিরাট কোহলি ও কে এল রাহুলের ব্যাটে। ১১৬ বলে ৮৫ রান করলেন কোহলি। আর রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। ৪১.২ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। চিপকে এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচ হারল অস্ট্রেলিয়া।