ODI World Cup 2023 Brand Ambassador: বিশ্বকাপ শুরুর আগে গুরুত্বপূর্ণ দয়িত্ব পেল শচীন, নয়া ভূমিকায় দেখা যাবে শচীনকে
ODI World Cup 2023 Brand Ambassador Sachin Tendulkar
৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে বড় দায়িত্ব পেলেন ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) তরফে বিশ্বকাপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে শচীনকে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে ট্রফি হাতে মাঠে প্রবেশ করে টুর্নামেন্টের সূচনা ঘোষণা করবেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
প্রসঙ্গত, গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজ়িল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের সূচনা হতে চলেছে। আসন্ন বিশ্বকাপে দশ দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। এর মধ্যেই শচীনকে বিশ্বকাপে নয়া ভূমিকায় দেখা যাবে এই খবরে আরও বেশি উত্তেজিত ক্রিকেট বিশ্ব।
ছয় ছয়টি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন শচীন। ২০১১-এ বিশ্বকাপ জিতেছে ভারত। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শচীন। সেই বিশ্বকাপ জয় তাঁর জীবনের সবথেকে গর্বের মুহূর্ত বলে জানান সচিন।
শচীন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেও, আরও একগুচ্ছ কিংবদন্তিকে অ্যাম্বাসাডর হিসাবে দায়িত্ব দিয়েছে আইসিসি। ভিভি রিচার্ডস, এবি ডিভিলিয়ার্স থেকে ইয়ন মর্গ্যান, অ্যারন ফিঞ্চরা রয়েছেন। রয়েছেন সুরেশ, রায়না, মিতালি রাজরাও। বিশ্বকাপে দর্শকদের সঙ্গে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এই কিংবদন্তিরা দেখা সাক্ষাৎ করবেন। নির্দিষ্ট কিছু ম্যাচে তাঁরা মাঠে উপস্থিতও থাকবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊