গণতন্ত্রের জন্য একটি অন্ধকারতম দিন, অশুভ দিন: মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee


মঙ্গলবার যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির পর সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে তৃণমূলের সাংসদ-বিধায়করা যান কৃষি ভবনে। যদিও প্রথমে দেখা করতে চেয়েও পরে দেখা করেননি প্রতিমন্ত্রী এমনটাই অভিযোগ তৃণমূলের। দেখা না করায় কৃষিভবনেই ধরনায় বসে অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। আর সেই ধরনা ঘিরেই হয় তুলকালাম। অভিষেক সহ নেতাদের আটক করে দিল্লী পুলিশ নিয়ে যায় পুলিশ লাইনে। পুলিশ লাইন থেকে বেড়িয়ে 'মানুষ এর জবাব দেবে' মন্তব্য করেন অভিষেক।



এরপরে ট্যুইট করে প্রতিক্রিয়া দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকারতম দিন। অশুভ দিন।' গোটা ঘটনার পর তিনি বলেছেন, 'দিল্লি পুলিশ, বিজেপির শক্তিশালী হাত হিসেবে কাজ করছে। আমাদের প্রতিনিধিদের নির্লজ্জভাবে হেনস্থা করা হয়েছে। যারা সত্যি কথা বলার সাহস দেখিয়েছিল, তাঁদেরকে অপরাধীদের মতো ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। অহঙ্কার তাঁদের অন্ধ করে দিয়েছে, তাঁদের ঔদ্ধত্বের কোনও সীমা নেই। বাংলার কণ্ঠকে রোধ করতে তাঁরা সব সীমা লঙ্ঘন করেছে।'



এদিকে দিল্লী পুলিশের হাতে অভিষেক সহ নেতারা আটকের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস।