Rajsthan Assembly Election: কারণ বিয়ে! বদলে গেল রাজস্থানের বিধানসভা নির্বাচনের সূচি!

Rajsthan Assembly Election



গত সোমবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ একসঙ্গে ঘোষনা করে জাতীয় নির্বাচন কমিশন। সেই ঘোষনা অনুযায়ী আগামী ২৩শে নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। কিন্তু আজ বুধবার ভোটের দিন পাল্টে দিল কমিশন। নয়া ঘোষনা অনুযায়ী আগামী ২৫শে নভেম্বর রাজস্থানে হবে নির্বাচন।



দিনবদলের কারণ কি? চমকে যাবেন। দিনবদলের কারণ বিয়ে ও সামাজিক অনুষ্ঠান। কমিশনের তথ্য অনুযায়ী, ওই দিন রাজস্থানে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান থাকায় নির্বাচনের দিন পরিবর্তন করা হয়েছে এমনটাই জানিয়েছে কমিশন।




জানা যাচ্ছে ভোট ঘোষনার পর রাজনৈতিক দলগুলি ওই দিনে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান থাকায় দিনবদলের আর্জি জানায়। এমনকি লোকাল সংবাদ মাধ্যমেও সেই চর্চা শুরু হয়। ফলে ভোট পিছাতে বাধ্য হল কমিশন।



বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের কারণে ওই দিন ভোটের নিরাপত্তা ও ভোট কর্মীদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে আর সব দিক বিচার করে নির্বাচন পিছিয়ে দেওয়াই ঠিক মনে করেছে কমিশন।



নয়া সূচি অনুযায়ী, রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। ৭ নভেম্বর মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর। তার পর ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। ২৩ নভেম্বর বিকেল ৪টেয় শেষ হবে প্রচার পর্ব। তবে ফল ঘোষনার তারিখ পরিবর্তন হয়নি। বাকি চার রাজ্যের সঙ্গে রাজস্থানেরও ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।