NBU: ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শাস্তির দাবীতে আন্দোলন

nbu



সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের এক রিসার্চ স্কলার ঐ ডিপার্টমেন্টেরই বিভাগীয় প্রধানের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে বলে অভিযোগ জানায় । আর তারপরই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

জানাগেছে, সোমবার রাতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই রিসার্চ স্কলার। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয়।

ছাত্রীর অভিযোগ, ২০২২ সালের মার্চ মাসে তিনি অভিযুক্ত শিক্ষকের ল্যাবে কাজে যোগ দেন। তারপর থেকেই নানান ভাবে যৌন নিগ্রহ করতেন ওই অধ্যাপক। সেই স্কলার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নানান বাহানায় খারাপভাবে গায়ে হাত দিতেন ওই অধ্যাপক। এমনকি ফাঁকা ল্যাবরেটরির ভেতরেই তাঁকে যৌন নিগ্রহ করা হয়। আর এই বিষয়ে কাউকে কিছু জানালে তাঁর ক্যারিয়ার নষ্ট করে দেওয়ারও হুমকি দেন অভিযুক্ত অধ্যাপক। অভিযোগপত্রে ছাত্রীটি উল্লেখ করেছেন, তাঁকে মাঝেমধ্যেই দার্জিলিংয়ের হোটেলে এবং শিলিগুড়ি শহরে তাঁর ফাঁকা বাড়িতে রাত কাটানোর কুপ্রস্তাব দিয়েছেন ওই অধ্যাপক।

এরইই প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গবেষক ও ছাত্রছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রেজিস্ট্রারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান । এদিন রীতিমতো ক্লাস বয়কট করে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলও বের করা হয়।

একই ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন AIDSO র পক্ষ থেকে এই আন্দোলনকে সংহতি জানিয়ে পথে নেমেছেন তারাও। ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- "শিক্ষা প্রতিষ্ঠানে দিনের পর দিন চলতে থাকা এইরূপ যৌন হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদ করছি। একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের ঘটনা সামনে এলেও এই সমস্যা আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সুরক্ষার সাথে জড়িত। তাই কর্তৃপক্ষের উচিত দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া। অবিলম্বে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে নইলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।"