ICDS সেন্টারে কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দিনহাটায় 

icds center



রাখালমারিতে সঠিক ভাবে খাবার না দেওয়ায় ICDS সেন্টারে কর্মীকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের।

বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস বলেন সমস্যা সমাধান হয়েছে। মূলত অঙ্গনওয়াড়ি সেন্টারে ডিম ছাড়া অন্য কোন খাবার না দেওয়ায় কর্মীকে ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা।

বুধবার দুপুরে দিনহাটা ২ নম্বর ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারি এলাকায় ৩৩৬ নম্বর সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। অঙ্গনওয়াড়ি সেন্টারের বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

প্রায় দুই সপ্তাহ ধরে ডিম ছাড়া অন্য কোন খাবার না দেওয়ার অভিযোগ তুলে এদিনের বিক্ষোভকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর অবশ্য গ্রামবাসিদের ICDS কর্মী কথা দেন বৃহস্পতিবার থেকে সব রকম শিশুখাদ্য পাবেন। এই আশ্বাসের পর তালা খুলে দেন গ্রামবাসীরা।

গ্রামের বাসিন্দাদের মধ্যে বিকাশ বর্মণ, মানিক বর্মন বলেন অন্যান্য সেন্টারে শিশুদের সব ধরনের খাবার দেওয়া হয়। অথচ আমাদের এই সেন্টারে দশ দিনেরও বেশি সময় ধরে শুধুমাত্র ডিম দেওয়া হচ্ছে। সেন্টারের যিনি দায়িত্বে রয়েছেন তাকে বলেও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে এদিন আমরা বিক্ষোভ দেখাই। এছাড়াও সেন্টারের কর্মী এবং সহায়িকা বেশি রৌদ্র উঠলে, বৃষ্টি হলে নানা অজুহাত দেখিয়ে প্রতিদিন ঠিকমতো আসেন না।

সেন্টারের কর্মী মালা রানী ঘোষ বলেন, আমাদের ঘরে অন্যান্য সামগ্রী না থাকায় গত কয়েকদিন ধরে শুধু ডিম দেওয়া হচ্ছে।