পূজায় চলুক লোকাল ট্রেন, দাবী তুললো দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চ
দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চের দিনহাটা ইউনিটের তরফে দিনহাটা রেল স্টেশনের অধীক্ষকের কাছে ১৫ই অক্টোবর, ২০২৩ গনতান্ত্রিক পদ্ধতিতে স্মারকলিপি প্রদান করা হয় দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চের পক্ষ থেকে।
আজ বামনহাট - শিলিগুড়ি জংশন ভায়া ফালাকাটা, নিউ ময়নাগুড়ি হয়ে প্যাসেঞ্জার ট্রেন ৭৫৭১৭ এবং ৭৫৭১৮, অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন জরুরি ভিত্তিতে পুনরায় চালু ও দূর্গা পূজা, কালি পূজা, ছট পূজা সর্বপরি উৎসবের মরসূমে মাথাভাঙ্গা- নিউ কোচবিহার- বামনহাট ভায়া দিনহাটা অতিরিক্ত লোকাল ট্রেন সহ মোট ২ দফা দাবিপত্র ডি. আর. এম. আলিপুরদুয়ারের কাছে পাঠানো হয়।
ভবিষ্যতে এই স্মারকলিপির অনুলিপি প্রয়োজনে আরো উর্ধ্বতন কতৃপক্ষের কাছে, যেমন জি. এম. মালিগাও ও স্থানীয় জনপ্রতিনিধি দের কাছেও পাঠানো হবে বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।
দিনহাটা কোচবিহার রেল যাত্রী মন্চের তরফে আহ্বায়ক অধ্যাপক ড. রাজা ঘোষ, অন্যতম সদস্য ও দিনহাটা নাগরিক মঞ্চে র সম্পাদক জয় গোপাল ভৌমিক, যুগ্ম আহ্বায়কের তরফে শিক্ষক চয়ন সরকার, প্রাণেশ কুমার সাহা, সুশান্ত সূত্রধর, প্রধান শিক্ষক শ্রী উত্তম রায়, অজিত কুমার জৈন, শিক্ষক জৌতির্ময় বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊