বড় সাফল্য পুলিশের, দুষ্কৃতীদের ডেরায় তল্লাসি, গ্রেপ্তার ২
ফের সাফল্য, ভিন রাজ্য থেকে এসে রূপনারায়নপুরে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল এক দুষ্কৃতীর দল। এবার গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর ব্লকের মধ্যে রূপনারায়ানপুর পিঠাকেয়ারী এনটিপিএসের সামনে একটি বাড়িতে হানা দিয়ে দুই দাগি আসামিকে গ্রেপ্তার করলো রূপনারায়ানপুর পুলিশ।
তবে এই দলের মূল পান্ডা পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায়। তার জোর কদমে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা যায় ধৃত এই আসামির দলের সদস্যরা রূপনারায়ানপুর চিত্তরঞ্জন এলাকায় বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে যুক্ত।ধৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী (২৩), জয়ন্ত ধীবর(১৮) ঝাড়খণ্ডের জামতড়া জেলার বাসিন্দা। তবে এই দলের মূল পান্ডা অভয় শর্মার তল্লাশি করছে পুলিশ।
তাদের কাছে থেকে পুলিশ উদ্ধার করে একটি দেশি বন্ধুক ও একটি কার্তুজ। তাছাড়া উদ্ধার হয় প্রচুর পরিমাণে রেঞ্জ,বড় ওজন মেশিন,ট্যান্সার ব্লেট সহ আরো অনেক জিনিস পত্র।
ঘটনা প্রসঙ্গে জানা যায় সম্প্রীতি রূপনারায়ণপুর রেলগেট সংলগ্ন পিঠাকেয়ারী রোডে প্রাচীন শিব মন্দিরে গ্রিল কেটে চুরি চেষ্টা করেছিল এই দুষ্কৃতীরা।সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে সব এনটিপিসি রোডে এক বাড়িতে বেশ কিছু যুবকের আনাগোনা রয়েছে।
বিশেষ সূত্রে পুলিশ জানতে পারে সেখানেই এক ঘর ভাড়া নিয়ে থাকছে মেহিজামের অভয় শর্মা এবং তার দলবল। তারপর রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক মইনুল হকের নেতৃত্বে পুলিশের দল ওই বাড়িতে হানা দেয়।সেই মুহূর্তে বাড়ি থেকে গ্রেপ্তার হয় বিশ্বজিৎ ও জয়ন্ত। তবে এই দলের মূল পান্ডা অভয় শর্মা পালিয়ে যায়।
ধৃত দুজন দুষ্কৃতীকে আজ আসানসোল আদালতে তোলা হয়। তদন্ত সাপেক্ষে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। জানা যায় এই দলে প্রায় দশ জন সদস্য রয়েছে তাদের পুলিশ তল্লাশি করছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊