অনুষ্ঠিত হল নব পরিবর্তন ধারার মেধা পরীক্ষা 

Naba Parivartan Dhara


নব পরিবর্তন ধারা এর মেধা নির্ধারণ পরীক্ষা অনুষ্ঠিত সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয়। নব পরিবর্তন ধারা নামে একটি সংস্থার উদ্যোগে মেধা যাচাই এর দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো সাপ্টিবাড়িতে। আজ ময়নাগুড়ি সাপ্টিবাড়িতে এই পরীক্ষা গ্রহণ করা হয়। ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্তের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার ছাত্রছাত্রী আজকের এই মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা বেলা বারোটায় শুরু হয় ও দুপুর দুটোয় শেষ হয়। ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ও আগামীদিনে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে বলে পরীক্ষার উদ্যোক্তারা জানান।



এ বিষয়ে সংস্থার সহকারী সম্পাদক দেব কুমার ঘোষ জানান ছাত্র ছাত্রীদের মধ্যে পরীক্ষা সংক্রান্ত ভীতি ও তাদের মানসিক বিকাশ ঘটানোই আমাদের সংস্থার মূল লক্ষ্য। বিগত 15 বছর ধরে আমাদের সংস্থা সারা পশ্চিমবঙ্গে এই ধরনের পরীক্ষার আয়োজন করে আসছে। আজকের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে বিভিন্ন চাকরির প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নেবে তাদের এখন থেকেই ও.এম.আর সিটের মধ্যে পরীক্ষা আয়োজন করেছে। যাতে আগামী দিনে আরো বেশি বেশি সংখ্যায় ছাত্র ছাত্রীরা এরকম পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে নিজেদের মেধার প্রকাশ করতে পারে এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।



সংস্থার জেলা আহ্বায়ক গণেশ চন্দ্র রায় জানান আজ West Bengal Talent search exam-2023 পরীক্ষা অনুষ্ঠিত হলো। ময়নাগুড়ি ব্লক -এর বিভিন্ন বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রী এসেছেন।আগামী দিনে আরো অন্যান্য বিষয়ের ওপর এরকম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকের এই পরীক্ষাটি আয়োজন এর ক্ষেত্রে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই।